September 25, 2023, 2:02 am
ষ্টাফ রিপোর্টার,মোঃ শহিদুল ইসলাম বাবু:
মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ এলাকার মো:আনিসুর রহমান রাজু (৩২) নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট ৪ ইন্চি৷ তার পিতার নাম মো:নুর মোহাম্মদ। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামারখালী ইউনিয়ন এর চরপুখরিয়া গ্রামে৷
নিখোঁজের পরিবারের লোকজন জানিয়েছে, আনিসুর রহমান রাজু গত ৮ জুন ২০২৩ খ্রি. অনুমানিক সকাল ৯টায় পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ তার নিজ বাড়ি থেকে অফিসের উদ্দেশ্য বের হয়৷ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার সময় তার কাছে ২টা মোবাইল ফোন ছিল৷ ঐ দিন রাত ১০টার পর থেকে নিখোঁজ ব্যক্তির ফোন বন্দ পাওয়ার পর তার পরিবারের লোকজন বিভিন্ন উপায়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে মাগুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের পরিবার৷
কোন হৃদয়বান ব্যক্তি আনিসুর রহমান রাজুর সন্ধান পেলে মো:সোহাগ মোল্ল্যা (০১৭৪৫৪৭৯২৬৬,০১৭১৭১২৭৫৮৯) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।