December 1, 2023, 10:23 pm
মোঃ ইসমাইল হোসেন(স্টাফ রিপোর্টার মাগুরা):
মহম্মদপুর উপজেলার সকল জনসাধারণের প্রতি মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব, তারক বিশ্বাসের খোলা চিঠি।
প্রিয়, মহম্মদপুর বাসী
আসসালামু আলাইকুম / নমস্কার
মুজিব বর্ষের, অঙ্গীকার পুলিশ হবে জনতার,,
আশা করি, সবাই ভালো আছেন।
নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, মাদক, জঙ্গী, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহনে মহম্মদপুর থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক সেবন, মাদক বিক্রি, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণসহ যেকোন ধরনের অপকর্মের ও অপরাধের সংবাদ পাওয়া গেলে, তাৎক্ষনিক মহম্মদপুর থানা পুলিশকে প্রকাশ্যে বা গোপনে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। কেউ অপরাধ করে পার পাবে না, অপরাধ করলে শাস্তি ভোগ করতে হবে। কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গী হত্যা, কোন ধরনের ফৌজদারি অপরাধ স্থানীয় ভাবে নিষ্পত্তি করা বা গোপন করলে সংশিষ্টের পক্ষ বা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার পুলিশ আপনার পাশে,
পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন।
মনে রাখবেন, পুলিশ আপনার বন্ধু, শএু নহে।
জাতীয় পুলিশ সেবা পেতে, (৯৯৯) কল করুন।
[অনুরোধক্রমে, ] মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস