October 2, 2023, 5:40 am
মোঃ ইসমাইল হোসেন(স্টাফ রিপোর্টার মাগুরা): মাগুরার মহাম্মাদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে 16/07/2004 ইং সনে একটি কওমী মাদ্রসা পতিষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার পতিষ্ঠাতা -পরিচালক ও প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা কাজী মোঃ শাহাদাৎ হোসেন তিনার শারীরিক অসুস্থতার কারনে 28/09/2020 ইং তারিখ রোজ সোমবার এক মিটিং এর মাধ্যমে তিনি দায়িত্ব হস্তান্তর করে। দায়িত্ব গ্রহন করে অত্র মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুস সামাদ সাহেব ( সাবেক চেয়ারম্যান ১নংবাবুখালী ইউপি ) এ সময় উপস্থিত ছিলেন এস আই মোঃ ফরহাদ হোসেন ( ক্যাম্প ইনচার্জ বাবুখালী পুলিশ ফারী) মাগুরা জেলা পরিষদ সদস্য মোঃ আলি আহমেদ মৃধা (মিন্জু) ইউপি সদস্য মোঃমতিয়ার রহমান সহ এলাকার বিষেশ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অবশেষে মাদ্রাসার সারবীক কামনা এবং হুজুরের শারীরিক সুস্থতার জন্য বিষয়ে দুয়ার মাধ্যমে হুজুরকে দায়িত্ব থেকে অব্যহত দেওয়া হয়।