December 1, 2023, 2:04 pm
মোঃ বাবলু মিয়া বিভাগীয় ক্রাইম রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ ৮০ বোতল ফেনসিডিল সহ একজন মাদক কারবারিকে আটক করেছেন। গত ২৩/১১/২০২০ইং রোজ সোমবার রাত আনুমানিক ৮.৩০ ঘটিকার সময় যাদবপুর টু মহেশপুর রাস্তার মান্দারতলা বাজার সংলগ্ন থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ আসামি ১। ওসমান গনী (৫৫), পিতা আনছার আলী, সাং জাগুসা, থানা মহেশপুর জেলা ঝিনাইদহকে আটক করেন । এব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মান্দারতলায় মাদকের লেনদেন হচ্ছে, তাৎক্ষণিকভাবে এসআই সঞ্চয়, এএসআই রবিউল ইসলাম ও এএসআই গফুর সহ সঙ্গী র্ফোসের মাধ্যমে মান্দারতলা থেকে আসামি ওসমানকে ৮০ বোতল ফেনসিডিল সহ আটক করেন। আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।