October 1, 2023, 3:57 pm
মোঃ বাবলু মিয়া খুলনা বিভাগীয় ক্রাইম রিপোর্টার,
ঝিনাইদহের মহেশপুরে ২৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মহেশপুর থানা পুলিশ।
২১ নভেম্বর রাতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানাধীন এ এস আই রাশেদ ও এ এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাইলবাড়িয়া পূর্ব ঢাকাপাড়া গ্রাম থেকে বাবু শেখ ও হযরত মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেন। আটককৃত আসামি বাবু শেখ মাইলবাড়িয়া ঢাকা পাড়া গ্রামের মকবুল শেখ এর পুত্র ও নেপা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও পরিবহনের ড্রাইভার। অপর আসামি হযরত মিয়া মাইলবাড়িয়া পূর্ব ঢাকা পাড়া গ্রামের জলিল মিয়ার পুত্র ও পরিবহনের হেলপার।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,গতকাল রাতে ২৪ বোতল ফেনসিডিলসহ বাবু শেখ ও হযরত মিয়া নামের দুইজনকে আটক করা হয়। তাদের বাসা মাইলবাড়িয়া ঢাকা পাড়া গ্রামে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।