December 1, 2023, 10:12 pm
মোঃ মানছুর রহমান (জাহিদ)স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের মহেশপুরে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন এ এস আই সজল মন্ডল, এ এস আই রওশন আলী সংগীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ই সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মিনিটে উপজেলার নস্তি পুলিশ চেকপোস্ট স্থান থেকে
২ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী যুবকদের আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, যশোর জেলার অভয়নগর থানার মশার আটি গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আব্দুল রাসেল (১৯) ও একই গ্রামের কুরবান শেখের পুত্র সজল ঘোষ(১৯)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।