December 1, 2023, 1:06 pm
রাকিব চৌধুরী, টুঙ্গিপাড়া প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আজ শুরু হয়েছে।
টুঙ্গিপাড়ার ডুমরিয়া ইউনিয়নে বিশটির মতো পূজা মন্ডপ সাজানো হয়েছে আর এ পূজাকে বর্ণাঢ্য করতে পূজামন্ডপগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিমা আর মন্ডপগুলোতে দেখা যাচ্ছে নান্দনিকতার ছাপ
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজার আয়োজনের সূচনা হলো আজ।
করোনার ভাইরাসের কারনে সালুখা সার্বজনীন মন্দির এ তেমন ভক্তর আনাগোনা নেই
সব থমকে গেছে,তেমনি একই অবস্থা কাঠিগ্রাম সার্বজনীন মন্দিরে।
সালুখা সার্বজনীন মন্দিরের সভাপতি ধনীদ্র বালা বলেন এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা অনুষ্ঠিত হবে এবং হাত ধোয়ার ব্যবস্হা আছে
সালুখা মন্দিরের কয়েকজনের কাছ প্রশ্ন করেছিলাম, এবার উৎসব হচ্ছে কেমন? অভিজীত মন্ডল নামে একজন বলেন, যেখানে পুরো বিশ্ব করোনা ভাইরাসের কারনে থমকে গেছে তেমনি তার ছোয়া লেগেছে ডুমরিয়া ইউনিয়নে।
কয়েকজন নারী হাতে গোনা ও কয়েকজন পুরুষ মন্ডপে দেখা যাচ্ছে।
“আলোকসজ্জা ও প্রতিমার দিক থেকে অন্যবারের মতো আর সাজবে না পূজো মন্ডপ গুলো