December 1, 2023, 11:51 pm
মোঃ ইসমাইল হোসেন(স্টাফ রিপোর্টার মাগুরা):
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়রের নাগড়া গ্রামে যাকযোমক ভাবে ৪ দলিয়ো ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে।
মহুবর স্পোটিং ক্লাব বনাম রশিদ স্পোটিং ক্লাব
মহুবর স্পোটিং ক্লাব,
রশিদ স্পোটিং ক্লাব ০ গোল,ওপার দিকে মহুবর স্পোটিং ক্লাব ১ গোলে জয় লাভ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোরবহু সিরাজুল ইসলাম( হিরু মিয়া)কনিষ্ঠ পুত্ত মোঃ রেজা, এর পক্ষ থেকে এই খেলার উদ্ভোধন করা হয় । এলাকাবাসী জনান বর্তমান সময়ে করোনার কারনে স্কুল কলেজ বন্ধ থাকার ছেলে মেয়ে বই থেকে অনেক দূরে এজন্য এই সময়ে খেলার মাধ্যমে কিশোর ছেলেদের কে মাদকাসক্ত থেকে দূরে রাখা ও তাদের শাররীক সুস্থ গঠনে সহয়তা করবে।
তারা আরো জানান করোনা প্রাদূভাবে মানুষ ঘরে থাকতে থাকতে মানুষের মাঝে এক নিরবতা দেখা দিয়েছে।তাই ঘর বন্ধি মানুষ কে অানন্দ দিতে তাদের এই আয়োজন।
ম্যাচ পরিচালনা করেন মো: আকবর হোসেন(৩ নং দীঘা ইউনিয়ন পরিষদ সদস্য) তার সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন মো:ইমরান খন্দকার।ভাস্যকার হিসাবে দ্বায়িত্ব ছিলেন খোকন মিয়া সহকারী পরিচালক মোঃআকিদুল ইসলাম।