October 1, 2023, 3:49 pm
মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর থানা-পুলিশের অভিযানে অনলাইনে কসমেটিক্স ব্যবসায়ী জনৈক বিশ্বজিৎ কুমার মন্ডল এর নগদ টাকা, মোবাইল সেট, কসমেটিক্স সামগ্রী ছিনতাই ও বাদীর বিকাশ একাউন্ট হইতে জোর পূর্বক পিন নম্বর নিয়া আসামীর মোবাইলে সেন্ডমানি করিয়া নেওয়া সংক্রান্তে মহম্মদপুর থানার মামলা নং ০১, তারিখ ০২/১২/২০২০ খ্রিঃ, ধারা: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯)’র ৪/৫ রুজু হয়। পুলিশ সুপার, মাগুরা মহোদয়ের দিক নির্দেশনায় মামলাটি তদন্তকালে এজাহার নামীয় অন্যতম আসামী ১। আলামিন মোল্যা (২৬), পিং-আবু জাফর মোল্যা, সাং-মহেশপুর, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে ছিনতাই হওয়া কসমেটিক্স সামগ্রী ও ০২ টি মোবাইল সেট আসামীর হেফাজত হইতে চোরাই উদ্ধার মালামাল হিসাবে জব্দ করা হইয়াছে। ইহাছাড়া সেন্ডমানি করিয়া নেওয়া আসামীর ব্যবহৃত মোবাইল সেটটি আলামত হিসাবে জব্দ করা হইয়াছে।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।