October 2, 2023, 5:14 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

মরহুম শাহ মোঃ হোছেন আলী চেয়ারম্যান ছিলেন হালুয়াঘাটের নিঃস্বার্থ সমাজসেবক

সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:

হালুয়াঘাটের অত্যন্ত সজ্জন ব্যক্তি মরহুম শাহ মোঃ হোছেন আলী একজন নিঃস্বার্থ সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যাক্তি হিসেবে এলাকায় বেশ পরিচিত ছিলেন।

প্রাপ্ত তথ্যমতে জানা যায়, মরহুম শাহ মোঃ হোছেন আলী ১৯৫৪ সালে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের রস্তুমপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্কুলজীবন কেটেছে কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে। একজন ফুটবল খেলোয়াড় হিসেবে সেই সময়কার বিভিন্ন টিমে খেলে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি নানা পন্থায় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছেন। এবং নিজ বাড়িতে মুক্তি বাহিনীর সদস্যদের আশ্রয় দিয়েছিলেন।

১৯৭২-৭৩ সালে ফুলপুর ডিগ্রি কলেজে অধ্যয়নকালীন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দিতা করে ভি,পি নির্বাচিত হলেও সে সময় এক অনাকাংখিত কারণে ফলাফল স্থগিত করা হয়েছিল।।
১৯৭৭-৮০ সাল পর্যন্ত হালুয়াঘাট থানা আনসার ও ভিডিপি কল্যাণ সমিতির সভাপতি, হালুয়াঘাট বিআরডিবি এর দুইবার পরিচালক এবং দুই বার নির্বাচিত ভাইস-চেয়ারম্যান হিসেবে কৃষক সমবায়ীদের কল্যাণে কাজ করেন এবং তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালে ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং নিষ্ঠার সাথে দীর্ঘ সময় এই চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

এলাকায় গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন করে তিনি প্রশংসা কুঁড়িয়েছিলেন।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ধারা বিশ্ববিদ্যালয় কলেজের সাংগঠনিক কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত কলেজ এমপিও ভুক্তির পর ২০০৬ সাল থেকে ৩ বছর অনুমোদিত কলেজ গভর্নিং কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত কলেজের তিনি অন্যতম দাতা। করুয়াপাড়া পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ কমিটির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নিজ গ্রামে রুস্তমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্ররাসা প্রতিষ্ঠিত করেন। এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পেছনে তিনি নিরলস ভূমিকা রেখে গেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এলাকার জন্য তিনি বহু জনহিতকর কাজ করেছেন। সর্বোপরি সার্বজনীন সামাজিক নেতা হিসেবে তিনি বিশেষ ভাবে পরিচিত ছিলেন। সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কাজে অবদান রাখায় ২০১৭ সালে হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দল মত নির্বিশেষে সাধারণ মানুষ তার জন্য আক্ষেপ করছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেত্ববৃন্দ তার মৃত্যুতে শোক বাণী দিয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকায় বিভিন্ন আলেম উলামা এতে অংশ নেন। উল্লেখ্য যে,
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ মোঃ হোছেন আলী গত ১৭ আগষ্ট ইন্তেকাল করেন। কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২:৩০ মিনিটে জানাজা শেষে রস্তুমপুর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com