October 1, 2023, 2:45 pm
দেবব্রত মন্ডল মনিরামপুর সংবাদদাতা(যশোর): ভবদহ জলাবদ্ধ সমস্যা খুলনা, যশোর জেলায় প্রতি বছরের মত এবার ও চরম আকার ধারণ করেছে। জলাবদ্ধ সমস্যা নিরসনের জন্য দফায় দফায় মিছিল, মিটিং, অবরোধ, আন্দোলন চলতেই আছে। কখনও ই এন ও অফিস ঘেরাও, কখনও ডি সি অফিস ঘেরাও, রাস্তা অবরোধ করলেও সমস্যা সমাধানের কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছেনা। এলাকা বাসির দাবি জলাবদ্ধ সমস্যা সমাধানের একমাএ উপায় টি আর এম প্রকল্প বাস্তবায়ন। সরজমিনে গিয়ে ভূক্তভোগী দের সাথে মতবিনিময় করে জানা গেছে নওয়াপাড়া টু মশিয়াহাটী রোডের সরখোলার মধ্যে আধা কিলোমিটার রাস্তার উপর এখনো হাটু পানি রয়েছে। রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হওয়ার পথে। জলাবদ্ধ এলাকার জনগণের সু চিকিৎসার জন্য দ্রুত নওয়াপাড়া যাওয়ার একমাত্র রাস্তা মশিয়াহাটি থেকে সরখোলা হয়ে নওয়াপাড়া । জলাবদ্ধতা নিরসনে ভবদহ সমস্যা সমাধানে টি আর প্রকল্প দ্রুত বাস্তবায়ন না হলে আত্মহূতির মত কঠিন সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিচ্ছে। মরতে হয় মরবো, টি আর প্রকল্প বাস্তবায়ন করবো।।