September 23, 2023, 12:34 am
দেবান্তর দেব নাথ// ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বড় মানিকা ৭ নং ওয়ার্ডের আধা কিলোমিটার দূরে বাটামারা পীর সাহেবের মাহফিল এর পাশে লুনদি বাড়ির দরজায় গ্যাসের সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ট্রান্সফার করার সময় বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে ৬ জন আহত ও ২ জন নিহত হয়েছে।
২০ই নভেম্বর (শুক্রুবার)রাত সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে।
নিহত ২ জন হলেন হাসনাইন (২০)ও অজ্ঞাত আরো ১ জন।
আহতদের প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। এখন পর্যন্ত তাদের কোন আত্মীয়স্বজনদের ঠিকানা পাওয়া যায়নি।
ঘটনাটির পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা যায়।