December 1, 2023, 12:38 pm
দেবান্তর দেব নাথ// ভোলা প্রতিনিধি :::: ভোলার বোরহানউদ্দিনে রাধা দামোদর জিউ মন্দিরে , মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম ও বই বিতরন করা হয়,, বৃহস্পতিবার সকাল ১১ টায় সকল ছাত্রছাত্রী দের মধ্যে বই বিতরন করেন মন্দির ভিত্তিক স্কুল এর শিক্ষিকা ঝর্না রানী দেব নাথ এবং আরো উপস্তিত ছিলেন রাধা দামোদর জিউ মন্দিরের সভাপতি রনজিৎ কুমার দাস ও মন্দিরের সাধারন সম্পাদক গনেশ দেব নাথ,, এবং রাধা দামোদর জিউ মন্দিরে সেবাইত নবকিশোর দাস,, তারা বলেন যে এখন থেকে এই সকল শিশুদের কে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে এরাই আগামী দিনের ভবিষ্যত