December 1, 2023, 12:36 pm
মোঃবিপুল রায়হান , ভৈরব:
বাজারে দিন রাতে ঘুরে ঘুরে কফি বিক্রি করে সংসার চালাচ্ছে রুবেল মিয়া। পিতা মোঃফজলু মিয়া, ব্রাম্মনবাড়িয়া জেলা উপজেলা নাসির নগর, গ্রামের বাড়ি ভলাকুট বংশের নাম তালুকদার বাড়ি। সরে জমিনে কথা বলে জানা যায় যে কোরোনার কারনে কফি আগের চেয়ে অনেক কম বিক্রি হয়, কোরোনার আগে দিন ও রাতে যা বিক্রি হত তা দিয়ে দুই ভাই তিন বোন ও বাবা মা এদের কে নিয়ে কোন রকম সংসার চালাতাম, এখন কোরোনার কারনে বেচা বিক্রি অনেক কমে গেছে, এই রকম চলতে থাকলে কফি বিক্রি করে সংসার চালনা যাবে না।