October 1, 2023, 4:23 pm
ভৈরব প্রতিনিধি মোঃবিপুল রায়হান:
ঘন ঘন সড়ক দৃর্ঘটনা রোধকল্পে ও সড়কের সৃন্খলা ফেরাতে উপজেলা নিবা’হি অফিসারের সাথে মতবিনিময় করেন ভৈরব নিরাপদ সড়গ চাই (নিসচা) ভৈরব শাখা। ১৭ ই জানুয়ারি রবিবার সন্ধা ৬ ঘটিকায় নিরাপদ কাযা’লয়ে এই সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি এসএম বাকি বিল্লাহর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নিবা’হি অফিসার ও সড়গ নিরাপদ্যা ক্যমটির সভাপতি লুবনাফারজানা।সংগঠনের সাধারন সম্পাদক ও নিসচা কেন্দীয়কমিটির কায’করি সদস্য আলাল উদ্দিন এর পরিচালনাই, সড়গের নানা অব্যবস্থাপনা বিষয়ে তুলে ধরে বক্তব রাখেন নিসচার সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক ইমরান হোসাইন,কায‘করি সদস্য মোঃ জামাল উদ্দিন ও জিল্লুর রহমান।এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মনু্িরুজ্জামান ময়না, সহ সাধারন সম্পাদক জসিম উদ্দিন,অথ’ কারি সম্পাদক জালাল আহম্মেদ, দপ্তর সম্পাদক নাজমুল হক,প্রকাশনা সম্পাদক বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তানবির আহম্মেদ, কায’করি সদস্য মোঃ জাকির হোসেন, মোঃআসাদ্দুজামান্ বাবুল,প্রভাষকএনামুল হক মোঃনরুজামান, শাহ্ আলম জনি কাকুল ও আল তামান্না। আরো উপস্থিত ছিলেন ভৈরব সাপ্তাহিক অবলম্বন পএিকার বাতা’ সম্পাদক মোঃসামিম আহমেদ,সাধারন সদস্য ফাতেমা বেগম, দিপালী, সিপা ইসতেগারর,সোনিয়া, লায়লা আাক্তার,জুলেখা বেগম।অনুষ্টানে প্রধান অতিথি বলেন যে নিরাপদ সড়গ চাই একটি সামাজিক সফল আন্দোলন এর নাম এটির প্রতিষ্ঠাতা জনপ্রিয় চিএনায়ক ইলিয়াস কাঋন। এই সংগঠনটি সরকার জাতিয় দিবস হিসাবে ঘোষণা করছে,যা পতি বছর পালন করছে।ভৈরব শাখার নিরাপদ সড়গ চাই নেতৃ বৃন্দ সড়গদৃঘ’টনা রোধকল্পে অনেক কাজ করে যাচ্ছে যা অনেক প্রশংসার যোগ্য।আগামীতে এই সংগঠনের মাধ্যমে ভৈরবের সকল নেতৃ বৃন্দ দের নিয়ে সড়গ দৃঘ’টনা ও শৃঙ্খলা ফিরে আনতে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। তিনি সংগঠনকে ২০ টি কম্বল ও মাটির ব্যাংকেএক হাজার টাকা প্রদান করেন।আলোচনা শেষে দৃঘ’টনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজীওসমানগনির পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।অনুষ্টানের প্রধান অতিথি উপস্থিত হলে তাকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানানোহয়।সব শেষে প্রধান অতিথি পরিদশ’ন বইতে সাক্ষর করেন।