December 1, 2023, 11:51 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ’নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া:
আজ সোমবার বার দিন ব্যাপী ভেড়ামারার কলেজ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় ।অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য ইউএনও মোঃ সোহেল মারুফ।
এসময় রাস্তা বন্ধ করে মালামাল রাখার দায়ে বজলুর রহমান ও আমিরুল ইসলাম কে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এবং জাটকা বিক্রির দায়ে মোঃ রাজু ও রাজ্জাক কে দুই হাজার ও পাঁচশত টাকা জরিমানা করা হয় ।
আজকের অভিযানে মোট দশহাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় ।এসময় ম্যাক্স ব্যাবহারের উপর গুরুত্বারোপ করেন ইউএনও মোঃ সোহেল মারুফ।এঅভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও মোঃ সোহেল মারুফ।