October 1, 2023, 3:35 pm
মোঃ শৌভন আহম্মেদ সবুজ ‘নিজস্ব প্রতিনিধি:
ভেড়ামারার উপজেলার মাওলাহাস পুর গ্রামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০মিনিটের দিকে মাওলাহাস পুর এর ঘাটপাড়া এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ।মৃত গৃহবধুর নাম জুলেখা বেগম। তিনি রাইটা এলাকার জমসেদ এর কন্যা ।প্রায় বারো বছর আগে রাইটা গ্রামের জমসেদের কন্যা জুলেখার সাথে বিয়ে হয় মাওলাহাস পুরের জহিরুল এর সাথে। বিবাহিত জীবন সুখেই কাটছিল তাদের ।তাদের বিবাহিত জীবনে একটা সাত বছর বয়সী ছেলেও আছে । আনুমানিক দুই তিন বছর আগে জহিরুল ইসলাম চাকরির উদ্যেশে বিদেশ গমন করেন।ঘাট পাড়ার এটায় বাসায় থাকতে স্ত্রী জুলেখা ও তার ছেলে। তার শশুর শাশুড়ি ভেড়ামারায় থাকতেন ।
আজ সন্ধ্যায় জুলেখা তার নিজ ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার চেয়ারম্যান সহ ভেড়ামারা থানা পুলিশ। পুলিশের এক কর্মকর্তা বলেন আমরা লাশ উদ্ধার করেছি ।এখন ময়না তদন্তের পর বলা যাবে এটা কি হত্যা না আত্মহত্যা।এখন ঠিক করে কিছুই বলা সম্ভব না।