September 25, 2023, 3:32 am
মোঃ জুয়েল খান দৈনিক সকলের বার্তা খুলনা বিভাগ:
বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় এখনো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত । মুক্তিযোদ্ধার সমস্ত ডকুমেন্টস তাদের কাছে থাকা সত্বেও তারা এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ ভাতা কর্তৃক গেজেট পান নাই । তাদের সাথে কথা বলতে গিয়ে জানা যায় তথাকথিত কিছু মুক্তিযোদ্ধা কোটায় ভাতাপ্রাপ্ত হওয়ার কারণেই অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নামে কলঙ্ক রটছে যারা মুক্তিযোদ্ধা সম্পর্কে কোনো কিছুই জানেন না তারাই আজ মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত । তাদের সাথে কথা বলতে গিয়ে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক তাদের সাথে কান্নায় ভেঙে পড়েন । তারা যে প্রকৃত মুক্তিযুদ্ধা তা প্রমাণ করার জন্য শুধুমাত্র তাদের ডকুমেন্টস ই নয় বরং তারা তাদের যুদ্ধকালীন সময়ের ক্যাপ্টেন ওদুদ সাহেব কেউ মুঠোফোনে কথা বলিয়ে দেন । তারা আরো বলেন কিছু ভুয়া মুক্তিযোদ্ধা এই আজ ভাতাপ্রাপ্ত তারা আরো বলেন আমাদের এতে কোন দুঃখ নেই কারণ দেশ তো আমরাই স্বাধীন করেছি কিন্তু একজন ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত হবে সেটাই আমাদের আজ কষ্টের বিষয় । তারা আরো বলেন এ দেশ যার কথায় স্বাধীন করেছিলাম সেই তো বলে গিয়েছেন সবাই সোনার খনি পাইলেও আমি পেয়েছি চোরের খনি । তাইতো আমাদের কিছু বলার নাই শুধুমাত্র দেখেই যাচ্ছে । তারা আরো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের কিছু চাওয়ার নেই শুধু একটা জিনিশই চাই আমাদের ভাতা প্রয়োজন নেই আমরা শুধু একটা জিনিশই চাই কোন অবৈধ মুক্তিযুদ্ধা যেন ভাতা না পায় ।