December 1, 2023, 2:06 pm
জাহিদ হাসান লালটু দৌলতপুর প্রতিনিধি:
জীবনের কত স্মৃতি কত ছবি ভাসে
কেবলই গো তোমরা নাই অাজ জননীর পাশে ||
দু-চোখ বেয়ে গড়ায় গো কত বেদনার জল
অশ্রু অাচঁল দিয়ে মুছে দেবার কেহ নাই ||
দেখিতে দেখিতে জননীর কালো চুল সাদা হলো
এই দেশ জাতির কল্যাণে জীবনটা তাঁর ব্যয় করল ||
দেখতে যদি তোমরা হাছু মনির রাজত্বকাল
গর্বে বুক গো ভরে চোখে গড়াত লোনাজল ||
বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজলে
তোমাদের হাছু মনির বিকল্প কেহ নাই ||
এমন নেতৃত্ব বাংলার জনগণ কোনোদিন পাবে না
ধন্য জাতির পিতা মাতা তোমাদের জীবন ধন্য ||
হে রহিম হে রহমান তুমি লা শরীক অাল্লাহ
তব নানা গুণে গুণান্বিত তোমার নিরানব্বই নাম
খোদা তোমার সকল নামের রহমত বরকতে
সকল শহীদের কবরকে শান্তির বাগিচা করো ||
(বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হতে লিখিত এবং প্রকাশিত)