December 1, 2023, 10:17 pm
মোঃ জসিম উদ্দিনঃ-খানসামা প্রতিনিধি
১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ও ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষনা এবং ২০ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারিদের অবদান” এই স্লোগান সামনে নিয়ে দিনাজপুরের খানসামায় টেকনিক্যাল বেতন স্কেল ও পদ মর্যাদার দাবিতে সারাদেশের মত বাংলাদেশ হেল্থ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের কর্মসূচীর অংশ হিসেবে খানসামা উপজেলার স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) চত্বরে শুরু হয়েছে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ পরিদর্শক সমিতি ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের যৌথ ভাবে ঘোষিত কর্মসূচী কর্মবিরতি।
হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন খানসামা উপজেলা শাখার সভাপতি বিলকিস বানু জানান, বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছি। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচী পালনে আমরা সবসময় প্রস্তুত আছি।