September 22, 2023, 11:58 pm
কামরুজ্জামান স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানঊল্লাহপুর ইউপির আইসা পাড়া মৌজার কাচি হাটা গ্রামে বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্পের ঘর গত ৯ আগস্ট বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ৫০ টি গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ভূমি হীনদের মাঝে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী ৩ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ। নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনম সেলিম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান সমিতির সভাপতি আবেদ সাইফুল কালাম, জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান অহিদুজ্জামান,, আমানঊল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহরুল আলম সুমন বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন আহম্মদঊল্লাহ সবুজ, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত।