December 1, 2023, 10:07 pm
সবজি উন্নয়নশীল গ্রাম হলেও এখনো রাস্তার অবস্থা বেহাল।
মোঃ মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার যশোর – যশোরের কুদালিয়া মেইন রোড থেকে বারীনগর বাজার পর্যন্ত 13 কিলোমিটার সড়ক। কিন্তু মাত্র তিন কিলোমিটার সড়ক কাচা। বৃন্দাবনপুর ও ফুলবাড়ি গ্রামের মধ্যে সড়কের এই হাল। অথচ বীর নারায়ন পুর ও ফুলবাড়ি গ্রাম হল সবজির গ্রাম। এখান থেকে প্রচুর পরিমাণ সবজি বারীনগর বাজার ও খাজুরা বাজারে বাজারজাত করা হয়। আর এই রাস্তার কারণে কৃষকেরা সবজির দাম কোমপান। এই দুই গ্রামের প্রধান সবজি হলো করোলা, পটল, ফুলকপি, বাঁধাকপি, আলু, ইত্যাদি। যা বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়। এই বর্ষা মৌসুমে কোন ভাবে কৃষকেরা সঠিক সময় সবজি বাজার জাত করতে পারেনা। যার কারণে দাম কম পান।
এ বিষয়ে লেবুতলা ইউনিয়নের (৪)নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ শওকত আলী বলেন। এ রাস্তা বিএনপি সরকারের আমলে পাকা হওয়ার কথা থাকলেও সেই রাস্তা কোনোভাবেই পাকা হয়নি।কিন্তু এবার এ রাস্তা কাশিমপুর গ্রাম থেকে তেলকূপ গ্রাম পর্যন্ত পাকা হওয়ার বাজেট পাস হয়েছে। যেটা বীর নারায়ন পুর ও ফুলবাড়ি গ্রামের মধ্য দিয়ে যাবে। তিনি আরো বলেন এই কাজ করোনা ভাইরাসের কারণে সাময়িক বন্ধ আছে। আশা করি কিছুদিনের মধ্যে আবার কাজ শুরু হবে।