December 1, 2023, 1:57 pm
আরিফুল ইসলাম শেখ স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক শারদিয়া দূর্গাপূঁজা উপলক্ষে ইউনিয়ন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের মাঝে ৩০০ পিচ শাড়ী বিতরণ করেন। জানা যায়, ২১অক্টোবর (বুধবার) বিকালে বগুড়া জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, শিবগঞ্জ চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক, শিবগঞ্জ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি ও বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মহিদুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে ও নিজেস্ব তহবিল হতে ইউনিয়নের ধামাহার আবাসন, বিহার পদ্মার পাড়া, বিহার ফকির পাড়া, সংসারদিঘী মধ্যপাড়া, সংসারদিঘী দক্ষিণ পাড়াসহ হিন্দু সম্প্রদায়ের মাঝে ৩’শ পিচ শাড়ী-লুঙ্গী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও শিবগঞ্জ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোছাঃ চামেলী খাতুন, সংসারদিঘী মধ্যপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্দীরের সভাপতি শ্রী সূজিত দাস, সাধারণ সম্পাদক শ্রী দিলীপ দাস, শ্রী উত্তম কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, সাজ, রেজাউল করিম, নুর মোহাম্মাদ সুমন, রুবেল আহম্মেদ,আমিনুর,সোহেল,কাজল,আব্দুল মালেক প্রমূখ।