September 25, 2023, 3:20 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের গরু, রোগীদের চেক ও হুইল চেয়ার বিতরন

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের গরু, রোগীদের চেক ও হুইল চেয়ার বিতরন করলেন এমপি শিবলী সাদিক দিনাজপুরের বিরামপুরের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ৭৯টি পরিবারের মাঝে গরুর (ষাড়) বাছুর ও ঔষধ এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ৫০ হাজার টাকার চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টায় বিরামপুর মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও ভূমি কমিশার মুরাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। বক্তব্য রাখেন- প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাবেক ছাত্রলীগ নেতা প্রীতিময় হোসেন পলাশ। মঞ্চে উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধূরী, কাটলা ইউপি চেয়াররম্যান ইউনুস আলী,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের নেতা শিবেস কুন্ড, নারু গোপাল কুন্ডু, আব্দুর রাজ্জাক মাস্টার, মুশফিকুর রহমান, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ছাত্রলীগ সভাপতি আ: রাজ্জাক।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ উপকারভোগীগন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপুল কুমার সরকার জানান, পরবর্তীতে প্রতিটি উপকারভোগী ২৭ কেজি গো-খাদ্য ও গরুর ঘর নির্মানের উপকরন সামগ্রী সংশ্লিষ্ট ঠিকাদার সরবরাহ করবেন।
সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল জানান, ৩০ রোগী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১৫ লক্ষ টাকার চেক ও ৫ প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com