September 23, 2023, 1:31 am
নিজস্ব প্রতিবেদকঃ বিজয়ের বাংলাদেশ ও বিবিএস নিউজ ২৪ এর বরিশাল অফিস ২০ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে আঞ্চলিক কার্যালয় উদ্ভোধন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল প্রকাশক সম্পাদক পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাড. এস.এম ইকবাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. শাহজাদা পলাশ, সম্মিলিত সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি রোমান চৌধুরী, প্রকাশক ও সম্পাদক বিবিএস নিউজ ২৪ জনাব সেলিম আহমেদ,
আমন্ত্রিত অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আহবায়ক সম্মিলিত সাংবাদিক পরিষদ শফিউর রহমান কামাল, ডেন্টিস্ট ইমরান হোসেন, বিজয়ের বাংলাদেশ পত্রিকার প্রকাশক পারভেজ হোসেন, প্রকাশক ও সম্পাদক অনুসন্ধান ২৪ আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম শান্ত, তরিকুল ইসলাম, জসিম সিকদার, সত্য সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ইব্রাহীম খলীল রুবেল, রুহুল আমিন সহ অন্যন্য অতিথিবৃন্দ। বিজয়ের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও বরিশাল ব্যুরো প্রধান বিবিএস নিউজ ২৪ সৈয়দ নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, সততা বড় একটা শক্তি, সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থও বিবেচনায় নিতে হবে।দেশ ও জনগণের স্বার্থে বিজয়ের বাংলাদেশ ও বিবিএস নিউজ ২৪ কে আরো শক্তিশালী করে কাজ করতে আহবান জানান।