September 23, 2023, 1:01 am
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বামনা সদর রোড থেকে লঞ্চঘাট পর্যন্ত যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটি যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পরেছিল। করোনার এ ক্লান্তিলগ্নে জরুরী স্বাস্থ্যসেবা গ্রহণ,কোমলতি শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াত তথা শিক্ষা লাভের জন্য চলাচলের পথ এবং হাট বাজারের অর্থনৈতিক লেনদেন কার্যক্রম পরিচালনা ও ব্যাংকিং সেবা গ্রহন এবং মৌলিক প্রয়োজনগুলো মেটাতে এই রাস্তাটিই চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যাবহৃত হয়। অপরদিকে দক্ষিণ জনপদের যেমন বামনা,সোনাখালী, খোলপটুয়াবাজার, বুকাবুনিয়ার বাজারের প্রয়োজনীয় পন্য সহ বরিশাল,চাঁদপুর, ঢাকাগামী যাত্রীরা এ রাস্তাটিকে ব্যবহার করে, ঢাকা থেকে যত মালামাল আসে সেখানেও এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম বলে দেখা যায়। মানুষের নৌ পরিবহন সুবিধা গ্রহণের জন্য লঞ্চঘাটে যেতে হয় এই রাস্তাটি দিয়েই । এ ছাড়াও রয়েছ একটি বামনা বদনিখালী খেয়া, যে খেয়ার মাধ্যমে দৈনিক হাজারো মানুষ মটোরবাইক সহ পারাপার হয়ে থাকে। বামনা সদর রোড থেকে লঞ্চ ঘাট পর্যন্ত এ রাস্তার আশে পাশে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। উপজেলার স্বনামধন্য শিক্ষাঙ্গন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ,১২ নং বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাদ্য গুদাম, ইউনিয়ন পরিষদ, বামনা সদর আর রশীদ ফাজিল মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত আছে এ রাস্তাটির পার্শ্ববর্তী স্থানে। অথচ এই রাস্তাটি বহুদিন যাবত ভারী বষর্নের কারনে চলাচলে অনুপোযগী হয়ে পরেছিল। এই রাস্তাটি দিয়ে কোন গাড়ি চলাচল করা সম্ভব ছিল না। এ কারনে বিভিন্ন পত্র- পত্রিকায় লেখা লেখিও করা হয়। জনগনের এই দূর্ভোগ লাগবের জন্য বামনা সদর ইউপি চেয়ারম্যান স্বনামধন্য এ্যাডভোকেট চৌধুরী কামরুজ্জামান ছগীর নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন। তার এ মহতী কাজে বিভিন্ন ইট ভাটার মালিকগণ এগিয়ে আসেন। সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট চৌধুরী কামরুজ্জামান ছগীর নিজ উদ্যোগে এলাকার অনেক ভাঙ্গা রাস্তা সংস্কার করেছেন বলে জানা যায়। তার এই উন্নয়ন মূলক কর্মকান্ডে এলাকাবাসী তার উপর সন্তুষ্ট।