December 1, 2023, 12:39 pm
মোঃ ইসমাইল হোসেন(স্টাফ রিপোর্টার মাগুরা):
মাগুরার মহম্মদপুরের বাবুখালীতে ফ্যান্সে মহানবী (সঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শ’নের প্রতিবাদে ২৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাবুখালী বাজার হাই স্কুল ফুটবল মাঠে আলেম-ওলামাদের ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। মহানবী (সঃ) কে অবমাননা কারীর ছবি পুড়িয়ে বিক্ষোভ করেন। এ সময় বক্তব্যে রাখেন ১নং বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী জেলা পরিষদ সদস্য মোঃ আলী আহমেদ মৃধা (মিন্জু) জনাব আলী আহমেদ স্যার সহ অনেক আলেম ওলামায়ে কেরামগন । বলেন আমরা আজ থেকে ফ্যান্সের সকল কিছু বর্জ্রন করব। আমাদের মনে খুব দুঃখ লাগে। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)এর নামে বাজে কোন কিছু শোনা যায়। সবার মুখে একটাই কথা আমরা আজ থেকে ফ্যান্সের সব কিছু,বর্জ্রন করব। সমাবেশে একটাই স্লোগান, মহানবী (সঃ) কে অবমাননা কারীর ফাঁসি চাই। অবশেষে শেষ বক্তব্যে ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত করেন হাফেজ মাওলানা কাজী মোঃ শাহাদাৎ হোসেন (চালিমিয়া)