October 2, 2023, 4:47 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

বাড়ির বাতি নিভিয়ে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় বাড়ির বৈদ্যুতিক বাতি নিভিয়ে রেখে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে রংপুর নগরের শালবন এলাকাবাসী। এ সময় জুয়েল হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাতটা ৫ মিনিট পর্যন্ত সকল বাড়ির বৈদ্যুতিক বাতি নিভিয়ে গোটা শালবন এলাকা অন্ধকারে নিমজ্জিত রাখা হয়। একই সময়ে ঘরের বাইরে বেরিয়ে সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে জুয়েল হত্যার প্রতিবাদ জানান স্থানীয়রা।

অন্ধকার নিমজ্জিত প্রতিবাদে বক্তারা বলেন, ধর্মভীরু নিরীহ জুয়েলকে কোরআন অবমাননার মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করেই ঘাতকরা ক্ষান্ত হয় নাই, মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে। অথচ জুয়েল ছিলেন শান্ত ভদ্র সজ্জন ও নামাজি ব্যক্তি।
বিচারের বাণী নিভৃতে কাঁদে’ স্লোগান তুলে স্থানীয়রা বলেছেন, গুজব ছড়িয়ে শুধু এক জুয়েলের প্রাণনাশ করা হয়নি। জুয়েলের মর্মান্তিক মৃত্যুতে তার স্ত্রী বিধবা হয়েছে। সন্তানরা অকালে পিতা হারিয়ে আজ বড় অসহায়। এই হত্যাকাণ্ড নির্মম, পাশবিক ও সম্পূর্ণ বেআইনি।
প্রতিবাদী এই আয়োজনে বক্তব্য রাখেন-রসিক কাউন্সিলর নুরুন্নবী ফুলু, সমাজসেবক অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট, শালবন এলাকার সাবেক কমিশনার ইকবাল শহিদুল আক্তার ফিরোজ, সমাজ উন্নয়নকর্মী আব্দুর রউফ প্রমুখ।
এতে শালবন, পূর্ব শালবন, ইন্দ্রারার মোড়, শাহীপাড়া, আরসিসিআই মোড়, মিস্ত্রীপাড়া, শিয়ালুর মোড়, খেড়বাড়ি ও বোতলা বৈশাখী ক্লাবসহ বিভিন্ন পাড়া-মহল্লার লোকেরা অংশ নেন।
এদিকে জুয়েল হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কারমাইকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন সমাবেশ করেছে। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় শালবন এলাকার সকলের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হবে বলে জানা গেছে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহল্লার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com