September 25, 2023, 2:04 am
বরগুনা খাজুরতলা বাসস্টান্ডের পাসে ভাড়াটিয়া সেজে শাহ আলমের বাড়িতে ডাকাতির সমায় শাহ আলমের স্ত্রী সালমাকে কুপিয়ে জখম করে ১ নং আসামি মিরাজ লাক্ষাদিক টাকা নিয়ে পালিয়ে যায় এবং সুমি নামে এক নারী কে আটক করে স্থানীয় লোকজন পরে ত্রিপল নাইনে কল দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে শাহ আলমের স্ত্রী সালমা বেগম বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার মাথায় ১২০টি সেলাই লেগেছে এবং হাতের চারটি আঙ্গুল পড়ে গেছে।
সেই ঘটনার মুল আসামী মিরাজকে সুবিদখালী থেকে গ্রেফতার করা হয়েছে। মিরাজের মা খাজুরতলা আশ্রাশন প্রকল্পে থাকেন। তার গ্রামের বাড়ী ডৌয়াতলা পারকান্দা।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জকে জিজ্ঞেস করলে তিনি বলেন আসামি দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এরপর মামলা নেওয়া হবে।
বরগুনা থেকে আঃ ছোবাহান।