September 25, 2023, 2:37 am
বিশেষ প্রতিনিধি নাজগীর আহম্মদ
বরগুনা সদরের পৌর নাথ পট্টি লেকের গেটে খেলার ছলে তৈরি হচ্ছে শিশু সন্ত্রাসী ও ভিক্ষুক। প্রায়ই বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত বরগুনা শহরের পৌর নাথ পট্টি লেকের গেটে অজ্ঞাত পরিচয় কিছু শিশুদের দেখা যায়, গেট থেকে দর্শনার্থী লেকে প্রবেশ করলেই দৌড়ে এসে পা জড়িয়ে ধরে টাকা চায়, বিভিন্ন জিনিস খেতে চায়, দর্শনার্থীরা দিতে রাজি না হলে, দর্শনার্থীদেরকে হাত পা ছুড়ে মারধর করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। সাংবাদিক বা গণমাধ্যমকর্মীরা এই দৃশ্য ভিডিও করতে গেলে সাংবাদিকদের দিকে দৌড়ে তেড়ে আসে এবং হাত পা ছুড়ে মারে। কোমল ভাবে বুঝিয়ে পরিচয় জিজ্ঞেস করলেও তারা পরিচয় বলে না। লেক বন্ধ হওয়ার সাথে সাথে হঠাৎ শিশু গুলো লুকিয়ে যায়। লেকে ঘুরতে আসা দর্শনার্থী সাধারণ মানুষেরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিরক্ত ও হয়রানির শিকার, বিশেষ করে মহিলা দর্শনর্থী। নিয়মিত লেকে ঘুরতে আসা দর্শনার্থী এবং লেকের পাশের ব্যবসায়ীদের দাবি দায়িত্বশীল কর্তৃপক্ষ যেন এই শিশুগুলোকে চিহ্নিত করে, খোঁজখবর নিয়ে, সমাধানের যথাযথ ব্যবস্থা নেই।