September 25, 2023, 2:32 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বদলগাছিতে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুবাস চন্দ, বদলগাছি নওগাঁ:
বদলগাছিতে আসন্ন দূর্গাপূজা২০২৩ইং উপলক্ষে বিভিন্ন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪ টায় বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আসন্ন দূর্গাপূজা ২০২৩ইং উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবছর বদলগাছি উপজেলার ০৮টি ইউনিয়নের ১০৬ টি স্থানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মত বিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল। বদলগাছি থানার অফিসার ইনচার্জ ওসি মুহা: আতিয়ার রহমান। এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বদলগাছি উপজেলা শাখার সভাপতি দেব প্রসাদ দেশ মুখ্য, সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বদলগাছি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রধান অতিথি বলেন, প্রতিটি মন্দিরে দিকনির্দেশনা মেনে সঠিকভাবে পূজা পরিচালনা করবেন। কোনও প্রকার মাদক সেবনকারীকে মন্দিরে প্রবেশ করতে দেবেন না। প্রতিটি মন্দিরে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com