September 25, 2023, 3:35 am
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম বাবু:
বগুড়া ধুনট উপজেলা চিকাশী ইউনিয়ন এর জোরশিমুল গ্রামের জনৈক ধর্ষিতা ৫ বছর বয়স্ক শিশুর পিতা। তারই প্রতিবেশী বড়ই দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ৫ বছরের শিশুকে ধর্ষণে করেছে বলে তার প্রতিবেশী রহিম মিয়া এর নামে ধনুট থানায় মামলা দায়ের করেন।
ধর্ষণের দ্বায়ে অভিযুক্ত রহিম মিয়া উপজেলার চিকাশী ইউনিয়নের জোরশিমূল গ্রামের পূর্বপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
উক্ত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারী রবিবার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোরশিমূল গ্রামের পূর্বপাড়া এলাকার জনৈক দিনমজুরের ৫ বছরের শিশু বাড়ীর পাশে খেলাধুলা করছিলো। এমন সময় রহিম মিয়া বড়ই দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে রহিম মিয়ার নিজ বাড়ির পাকা ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এমন সময় শিশুটি কান্না ও চিৎকার শুরু করলে।
রহিম মিয়া শিশুটির কান্না থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
এবং সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অসুস্থ ধর্ষিতা শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ধর্ষিতা শিশুটি বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে শিশুটির পরিবার মামলা দায়েরের পর।
গত ৬ ই ফেব্রুয়ারী সোমবার রহিম মিয়া ওরফে শান্ত’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের আওতায় ধর্ষণ মামলা রুজু করে ধুনট থানা পুলিশ।
এবং ওই দিন রাতেই ধুনট থানার এসআই মুঞ্জুর মোর্শেদ আসামি রহিম মিয়া ওরফে শান্ত কে গ্রেফতার করে।
এবং পরের দিন ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে শিশু ধর্ষণ মামলার আসামি রহিম মিয়া ওরফে শান্ত কে।
পুলিশ বগুড়া জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়ে দ্রুত আসামিকে গ্রেপ্তার করেছি।
এবং আদালতেও সোপর্দ করেছি।
এখন বিজ্ঞ আদালত মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।