September 23, 2023, 12:33 am
মো আশিক হোসেন শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে নিজের পুএ বধুকে ধর্ষণ করে।থানায় মামলা করার পর ধর্ষক শশুর গেফ্রতার হয়। বিহার ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে মো সাব্বির হোসেনের সঙ্গে ৩ বছর পূর্বে গৃহবধুর বিবাহ হয়।গৃহবধূর স্বামী পেশায় ট্রাকের হেল্পার, সে জীবিকা নির্বাহের কারনে ২০/২১ দিন পরপর বাড়িতে আসেন।মানলা সুএে জানা যায়,এই সুযোগে লম্পট শশুড়ের পুএবধুর দিকে কু- দৃষ্টি দেয়।লম্পট শশুর মাঝে মাঝেই গভীর রাতে পুএ বধুর ঘরে প্রবেশ করে স্পর্শ কাতর স্হানে হাত দেয় পুএবধু বুঝতে পারলে শশুর পালিয়ে যায়। ধর্ষক শশুর কৌশলে পুএবধুকে গাভীর দুধের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পুরবধূকে ধর্ষন করে। পুএবধু পরেরদিন বেলা ১২ টায় ঘুম ভাঙ্গলে তার কাপর এলোমেলো ভাবে দেখতে পেয়ে সন্দেহ হয়। এক পর্য়ায়ে ২৬ শে জুলাই পুএ বধু ঘুমের ভান করে থাকে লম্পট শশুর কাপড় চোপর খুলে ধর্ষন করার সময় পুরবধূ কৌশলে মোবাইলে ভিডিও করে। পুএবধু তার গরীব অসহায় বাবাকে নিয়ে গন্যমান্য ব্যাক্তিদের কাছে সমঝোতায় ব্যর্থ হলে ৪/১০/২০২০ ইং বরিবারে ঘানায় মামলা করে এবং সেই রাতেই পুলিশ লম্পট শশুরকে আটক করে।এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামাল মামলাটি নিশ্চিত করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।