September 23, 2023, 1:48 am
আরিফুল ইসলাম শেখ
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার দুপঁচাচিয়া মোস্তাপুরে পোস্ট অফিসের সামনে ধানবোঝাই ট্রাক খাদে পরে সড়কে যানজট হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কোন প্রাণহানি না ঘটলওে রাস্তার দু’পাশে যানজট সৃষ্টি হয়ছেলি।
প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, বুধবার (৯সপ্টেম্বের) বগুড়ার দুপঁচাচিয়া মোস্তাপুরে পোস্ট অফিসের সামনে মোলামগাড়ি থেকে দুপচাচিয়া যাওয়ার পথে একটি ধানবোঝাই ট্রাক খাদে পরে সড়কে যানজট হওয়ার ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে চালক ও হেলপারকে উদ্ধার করে। এতে কোন প্রাণহানরি ঘটনা ঘটেনি। এঘটনায় রাস্তার দু’পাশে দূরপাল্লার যানবাহন আটকা পরে র্দীঘ যানজটরে সৃষ্টি হয়। স্হানীয়রা উক্ত রাস্তা সংস্কারে প্রসাশনকে দৃষ্টি আকর্ষন করেছে।
০৯/০৯/২০২০ ইং