December 2, 2023, 12:07 am
(শাহীন সাজুু) স্টাফ রিপোর্টারঃ
ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শ’নের প্রতিবাদে ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এ আলেম-ওলামার ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। মহানবী (সঃ) কে অবমাননা কারীর ছবি পুড়িয়ে বিক্ষোভ করেন। এ সময় আলেম-ওলামারা বক্তব্যে বলেন আমরা আজ থেকে ফ্রান্সের সকল কিছু বর্জ্রন করলাম। আমাদের মনে খুব দুঃখ লাগে। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)এর নামে বাজে কোন কিছু শোনা যায়। আর এতে নন্দীগ্রামের বিভিন্ন এলাকার , বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মুসলমান এই বিক্ষোভ সমাবেশ এ অংশ গ্রহন করেন। সবার মুখে মুখে একটাই কথা আমরা আজ থেকে ফ্রান্সের সব কিছু,বর্জ্রন করলাম। সমাবেশে একটাই স্লোগান, মহানবী (সঃ) কে অবমাননা কারীর ফাঁসি চাই।