October 1, 2023, 4:08 pm
এমরান হোসেন,জামালপুরঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবপ্রেমিক মুসলিম তৌহিদী জনতা সরিষাবাড়ীর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ১০টায় সরিষাবাড়ী শিমলা বাজার কেন্দ্রীয় গোরস্থান হতে হযরত মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল বের হয়।এসময় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন।
সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এলকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় জাতিসংঘে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সরকারের কাছে দাবী জানান। সেইসাথে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহবান জানান বক্তারা।