September 23, 2023, 12:03 am
ফেনী দাগনভূঞা তে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন ছাত্রদল ।
মোঃফোরকান স্টাফ রিপোর্টার ফেনী – >>
দাগনভূঞা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল । বুধবার ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হােসেন রিয়াদ গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এই সভা ও মিছিল করে । ফেনী জেলা ছাত্রদলের সহ-সাধারণ এমদাদ হােসেন মিলন ও দাগনভূইয়া পৌর ছাত্রদলের সংগ্রামী আহবায়ক আশ্রাফুল হাসান জাবেদের নেতৃত্বে মিছিলটি আতাতুর্ক স্কুলের গেট থেকে শুরু হয়ে দাগনভূইয়া বাজার প্রদক্ষিণ করে ইকবাল মেমােরিয়াল কলেজ গেইটের সামনে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয় । সভায় ছাত্রনেতারা রিয়াদের মুক্তির জন্য জোর দাবী করে এবং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার ঘােষণা দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করে । এসময় মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নুর মােহাম্মদ পলাশ , সদস্য- শরিফুল ইসলাম শরিফ।আরাে উপস্থিত ছিলেন যুবদল মনির হােসেন টিটু , মেহেদী হাসান বাবু , জিয়া উদ্দিন সুমন । দাগনভূইয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মােঃ ফয়সাল ইসলাম , রাহাত , আজহারুল ইসলাম হৃদয় , মামুন কবি । দাগনভূইয়া পৌর ছাত্রদলের সদস্য আইয়ুব আলী নিরব সহ বিভিন্ন ইউনিয়নের যুবদল ছাত্রদলের অসংখ্য নেতা – কর্মী ।