October 1, 2023, 3:52 pm
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে অদ্য ০৮-০২-২০২১ ইং তারিখ রোজ সোমবার চর কাজিয়াকান্দা বাইতুল আমান জামে মসজিদ এর উদ্যোগে ইসলামি মহা জনসভায় নিঃ স্বার্থভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্যারা মেডিকেল ডাক্তারগন এবং সেই সাথে প্রত্যেক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরিহ্মা করছেন।পাশাপাশি রোগীদের ঔষধ লিখে দিয়ে কিছু ঔষধ দিয়েও দিচ্ছেন আজ তাদের মতো ডাক্তার থাকার জন্য মানুষেরা নানান রোগের কবল থেকে রক্ষা পাচ্ছে।
উক্ত এলাকায় সভা উপলক্ষে আমি সভায় গিয়ে ডাক্তারগন দের সাথে সাক্ষাৎ করি ও তাদের সাথে কথা বলি এবং তাদের ফ্রি সার্ভিস সেবা নিতে অনেক লোকজনের ভিড় দেখা যায়।
আমি আনন্দিত হয়ে একটি রিপোর্ট লেখা শুরু করতে লাগলাম।ডাক্তার দের মধ্যে রোগী দেখছেন ডাক্তার আজিজুল হক, মা ও শিশু রোগ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাশিদুল ইসলাম(রাশেদ) মেডিকেল অফিসার প্রতিশ্রুতি সমাজ কল্যান সংস্থা এবং ফুলপুর উপজেলা কার্যলয়ের বিপরীতে তাজ মহল মেডিকেল হল তাদের উপস্তিতির মাধ্যমে শত,শত রোগী দেখছেন উক্ত সভা উপলক্ষে।
ইতিমধ্যে ডাক্তারগনের আচরণে এলাকার মানুষ মুগ্ধ হয়ে তাদের বাসায় ফিরছেন।’
‘মুজিব বর্ষের স্বাস্থ্য খাত ‘ এগিয়ে যাবে আর এক ধাপ’ উক্ত শ্লোগান কে সামনে রেখে ডাক্তার আজিজুল হক ও তার মেডিকেল টিম এগিয়ে যাবে আশাবাদী ফুলপুর উপজেলাবাসী।