September 23, 2023, 1:20 am
ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান পরিচালনার খবর পেয়ে অন্যসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত পপুলার প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. বায়েজিদকে ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. মাহবুবুল ইসলাম।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান, আলফাডাঙ্গা থানা এস আই মো. মঞ্জুরুল ইসলামসহ উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পপুলার প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫০,০০০ টাকা ও মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ল্যাবরেটরী নিয়ন্ত্রণ মধ্যাদেশ- ১৯৮২ এর ৮ (১৩) ধারা অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়। দু’টি আইনে মোট ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মাহবুবুল ইসলাম জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। পরে অন্যসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গেলে সংশ্লিষ্ট সকলে পালিয়ে যায়।
এসময় তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
মোঃইমরান মোল্লা
প্রতিনিধি,দৈনিক সকলের বার্তা,আলফাডাঙ্গা,ফরিদপুর ৷