December 1, 2023, 12:34 pm
মোঃ ইমরান মোল্লা প্রতিনিধি-দৈনিক সকলের বার্তা,আলফাডাঙ্গা,ফরিদপুর ৷
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরডাঙ্গা গ্রামের মো. বশির ফকিরের বাড়ী থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
বশির ফকির ওই গ্রামের মৃত. বজলু ফকিরের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বশির শেখের বাড়ীর দক্ষিণ পোতার গোয়ালঘরের পিছন থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বশির ফকিরকে আটক করা হয়েছে।
এবিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করীম জানান,
‘অভিযান পরিচালনা করে একটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।