September 25, 2023, 4:02 am
মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার:
ফকিরহাটের পাচার চক্রের হাতে পড়া নিখোঁজ
সেই দুই স্কুল ছাত্রীর সন্ধান মিলেছে। সকল সাংবাদিকদের প্রচেষ্টায় অবশেষে ঐ স্কুল ছাত্রী দু’জনের সন্ধান মিলেছে শার্ষা বর্ডার এলাকায়।তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
মেয়ে দুইটির পরিবার সকল সাংবাদিকদের ও পত্রিকার মালিকদের পতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখিত” বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার
ভবনা গ্রামের দুইকিশোরী স্কুল ছাত্রী,গত বৃহস্পতিবার ১৩ই জুলাই২০২৩ এর সকালে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
ক্লাস টাইম শেষ হওয়ার পর তারা বাড়ি না ফেরায়, তাদের অভি়ভাবক গন বহু খোঁজ খবর নিতে থাকে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার ১৪ই জুলাই সকালে তাদের ভারত/ বাংলাদেশের বর্ডার এলাকায় রয়েছে বলে আংশিক খবর পাওয়া গেছে।এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়ে ছিলো।
স্কুল ছাত্রীর অভিবাবক গন সহ অনেকেই তাদের তল্লাশি করার জন্য, ব্যাপক তৎপরতা চালাচ্ছে ঐ
বর্ডার এলাকায়।
যদি কোন ব্যক্তি তাদের সন্ধান পান তা হলে ফকিরহাট মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।এলাকা বাসির মন্তব্য তারা কোন পাচার কারীর হাতে পড়েছে।
উল্লেখ্য, অত্র এলাকায় ইতি পূর্বে মায়ের কোল থেকে বাচ্চা চুরির ও ঘটনা ঘটেছে,যা ব্যাপক আলোড়ন সৃষ্টির পর সেই বাচ্চা গভীর রাতে খুলনা শহর থেকে উদ্ধার হয়।