December 1, 2023, 11:53 pm
মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাংবাদিক সংগঠন’ “প্রেসক্লাব মহেশপুর’ এর নির্বাহি সদস্য এবং স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ- জসিম উদ্দিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ও হোয়াস্টঅ্যাপ আইডি হ্যাক করে অজ্ঞাত প্রতারক চক্র নানান কৌশলে হুমকি প্রদান করে কয়েক ধাপে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা।
সাংবাদিক জসিম উদ্দিন-চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউপির বালিহুদা গ্রামের মোঃ ওমর আলীর ছেলে। জসিম উদ্দিন জানান-তার ও তার পরিবারের অনেকের ছবির সাথে অশ্লিল ছবি যুক্ত করে তার নিজ নামীয় Joshim Uddin ফেসবুক একাউন্টে পোষ্ট করার হুমকি দিয়ে তার ব্যাবহৃত হোয়াস্টঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে গত ২৯-১০-২৩ ইং,০৪-১১-২৩ ইং এবং ১৮-১১-২০২৩ ইং তারিখে ০১৭০১-৩৩৩৩২১ ও ০১৮১৬-৭১৪০৯৭ মোট দুইটি বিকাশ নাম্বারে সর্বমোট ৫২৫৬/-টাকা লুটে নেয় অজ্ঞ্যাত প্রতারক চক্র।এবিষয়ে সাংবাদিক জসিম উদ্দিন গত ১৯-১১-২০২৩ ইং তারিখে সে তার নিজ উপজেলার জীবননগর থানা অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারন ডায়েরী করার জন্য আবেদন করে।
মোবাইন ফোন নাম্বার অনুযায়ী আইনী সুষ্ঠ তদন্তের মাধ্যমে অজ্ঞাত প্রতারক চক্র’কে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভূক্তভূগী জসিম উদ্দিন ও সাংবাদিক সংগঠন প্রেসক্লাব মহেশপুর’ এর সভাপতি-সাধারন ও সাংগঠনিক সম্পাদক সহ সকল সাংবাদিকগন।