October 1, 2023, 3:08 pm
নেত্রকোনা বারহাট্টা প্রতিনিধ,মোঃরোমান আহাদ নূর:
গত 28 জানুয়ারি 2021 রোজ বৃহস্পতিবার প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড নেত্রকোনা জোনের বার্ষিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির, মাননীয় এসইভিপি ইনচার্জ সিলেট কর্পোরেট জোন। উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুল হক, ইভিপি ও ইনচার্জ নেত্রকোনা জোন।
আরো উপস্থিত ছিলেন জনাবা খালেদা আক্তার, জেইভিপি নেত্রকোনা জোন, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল হাসিম এসডিপি অত্র নেত্রকোনা জোন।
উক্ত অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নেত্রকোনার জোনপ্রধান ফজলুল হক স্যার কে বাৎসরিক প্রিমিয়াম দিয়ে বরণ করেন। পর্যায়ক্রমে সকল কর্মকর্তা ওকর্মচারীবৃন্দ সকলের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন। উক্ত বক্তৃতা 2021 সালের সর্বপ্রকার দিক নির্দেশনামূলক ইঙ্গিত ও পরিকল্পনা সবাইকে জানিয়ে দেওয়া হয়। চলতি বছর 2021 সালের টার্গেট পূরণের লক্ষ্যে সকলকে আহ্বান জানান । আরো বলেন সকলকে আগ্রহী হয়ে কাজ করার জন্য মোঃ ফজলুল হক স্যার ।