September 23, 2023, 12:34 am
মোঃ রমজান আলী
সিলেট সদর থেকে
ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হবে প্রতীক্ষিত সেই বৈঠক। কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মহামারী করোনা পরিস্থিতি ও শিডিউল জটিলতাসহ নানা কারণে ঢাকায় আসার প্রায় ৬ মাস হয়ে গেলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি পিটার হাস। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকে বসবেন মার্কিন রাষ্ট্রদূত। ধারণা করা হচ্ছে, পরিচয় পর্ব ছাড়াও ওই দিন ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন পিটার।