December 1, 2023, 10:25 pm
সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:ইকবাল হোসেন নামে এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক তার ফেইসবুক ওয়ালে তাদের কষ্টের কথা শেয়ার করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক আবেগময় স্ট্যাটাস শেয়ার করেছেন।
তিনি তার স্ট্যাটাসে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,
“আমারও মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে ইচ্ছে করে আপনি আমাদের মা। আপনি আমাদের বিপদে এগিয়ে এসেছেন। আমাদের কষ্ট, দুর্দশা হয়তো আপনি মমতাময়ী বলেই বুঝতে পেরেছেন। আমাদের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া উপার্জন সম্পর্কে আমরা তো অবগত ছিলাম না, আমরা কি অন্য কোন কাজ করবো, আর বললেই কি করা যায়! করলেই বা হঠাৎ কি কাজ করবো? এগুলো চিন্তা করেই আপনি আমাদের পাশে দাড়িয়েছেন।
আপনার প্রতি এইটুকু মনের ভাষা প্রকাশ করার অধিকারটুকুও কি আমরা পাবো না!
বা পেয়েছি?
আপনার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের এই সুযোগ তৈরিতে কিসের বাধা! কারা এর পিছে অন্তরায়?
শিক্ষকতা পেশায় যারা আছেন তারা কি কয়েক মাসের জন্য মন চাইলেই কিছু করতে পারে বা পারবে? এটা হতে পারে একমাস বা আরও কয়েক মাস।
আমরা মহান শিক্ষকতা পেশা বেছে নিয়ে ভেবেছিলাম, আমরা মহান পেশার সাথে জড়িত থেকে সমাজের, দেশের উপকারে কাজ করছি।
নিজের কাছে ভালো লাগতো, সমাজের মানুষের কাছে সম্মান, শ্রদ্ধা পেয়ে আত্নতৃপ্তি পেতাম আর ভাবতাম সম্মানী কম পেলেও অন্য কোন পেশায় তো আমরা এই শ্রদ্ধা, ভালোবাসাটুকু পেতাম না।
তাই হইতো বিএ/এমএ পাশ করেও আমরা অন্য কোন পেশায় না জড়িয়ে এই পেশাটাকেই বেছে নিয়ে আকড়ে ধরে আছি।
কিন্তু এই করোনা এসে আমাদের অনেককিছু বুঝিয়ে দিয়ে গেলো।
আমার দৃষ্টিকোণ থেকে যেটাকে আমি মহান পেশা ভাবতেছি সেটা হয়তো অনেকের দৃষ্টিকোণ থেকে মহান পেশায় নয়!
আমরা কিন্ডারগার্টেন স্কুল গুলোতে যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি তারা কিইবা সুযোগ সুবিধা পাচ্ছি! শিক্ষার্থীদের থেকে কত টাকা-ই বা টিউশন ফি আসে! এই সীমিত টিউশন ফি থেকেই একটি স্কুল চলে। হাজারে দুই/একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়তো ব্যাতিক্রম।
এ পেশায় যারা নিয়োজিত আছে তারা আজ মানবেতর জীবন যাপন করছে। তারা কেউ কেউ হয়তো তাদের গৃহপালিত পশু বিক্রি করে, বাড়ির উঠুনে লাগানো গাছ বিক্রি করে কোন রকমে চলছে।
আবার কেউ কেউ অল্প পরিমান জমি থেকে বন্ধকী বা বিক্রি করে চলছে।
আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী কি এসব জানেন? উনি জানলে তো উনার সন্তানদের এই মানবেতর জীবন যাপন করতে দিতেন না।
শিক্ষা ক্ষেত্রে এই শিক্ষকদের কি কোন অবদান নেই? এই প্রতিষ্ঠান গুলো থেকে যারা শিক্ষা গ্রহন করে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কি বলতে পারে না আমরাও কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী ছিলাম এবং আমরা নিহায়েত কম নই। তারাও কি তাদের শিক্ষকদের/প্রিয় বিদ্যালয়ের এই বিপদের দিনে শিক্ষক ও বিদ্যালয় রক্ষায় কোন ভূমিকা রাখতে পারে না!
আমাদের এই আর্তনাদ হয়তো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌছবেনা বা পৌছতে দেয়া হবে না।”