September 23, 2023, 1:26 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

পোকার অাক্রমণে মারা যাচ্ছে নারকেল গাছ; অাতঙ্কে এলাকাবা

সাইফুল অালম, স্টাফ রিপোর্টার(ত্রিশাল) ময়মনসিংহ:
ত্রিশালের বিভিন্ন অঞ্চলে এক বিশেষ ধরনের পোকার অাক্রমণে মারা যাচ্ছে নারকেল গাছ। অাতঙ্কে রয়েছে এলাকাবাসী।

ঐ উপজেলার মঠবাড়ী এবং ত্রিশাল ইউনিয়নের কিছু গ্রামে এই অজানা কীটের অাক্রমণে মারা যাচ্ছে নারকেল গাছ এবং বেশ কিছু গাছ মারা যাওয়ার উপক্রম হচ্ছে।
মঠবাড়ী এলাকার একজন জানান তার বাড়ির সবগুলো গাছ এক প্রকার সাদা পোকার অাক্রমণে মারা যাওয়ার উপক্রম হয়েছে। গ্রামবাসী এ সমস্যা নিয়ে অাতংকে রয়েছে।
খোরশেদ অালম তুষার নামে এক ব্যাক্তি জানান, তার বাড়ীর সাতটি গাছের সবগুলোতেই এই পোকার অাক্রমণ হয়েছে। প্রায় দুই মাস যাবৎ তার কোন গাছে ডাব টিকছে না। সে প্রতি মাসে গড়ে তার গাছ গুলো থেকে প্রায় ১০০০ টাকার ডাব বিক্রি করতো। সে এ বিষয়টি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে।
তুষার জানায়, তার পার্শ্ববর্তী এলাকার অনেক নারকেল গাছের একই অবস্থা।

সরেজমিন-এ ঘুরে জানা যায়, যে পোকাটির অাক্রমণে গাছ গুলোর এই অবস্থা হয়েছে তার অাকৃতি মাছির চেয়েও ছোট। সাদা বর্ণের এই পোকাটি বিভিন্ন নারকেল গাছে অাক্রমণ করছে।
গত দুই মাস অাগেও দুই- একটি গাছে এরা অাক্রমণ করেছিল কিন্তু বর্তমানে এদের অাক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী সকল গাছ গুলোতে।

নারকেল গাছের পাতার নীচের অংশে সাদা মোমের মতো প্রলেপ দেখা যাচ্ছে। এই পোকা গুলোকে হাত দিয়ে ধরলেই পাওডারের মতো গুড়ো হয়ে যায়।

কৃষি বিজ্ঞানীদের মতে, এই পোকা গুলোর অাক্রমণে গাছের ব্যাপক ক্ষতি হতে পারে। এই পোকার নিম্ফ গাছের পাতার রস চুষে খেতে থাকে। যার ফলে পাতা শুকিয়ে যায়। তাছাড়া এই পোকার মুখ থেকে এক রকম মিষ্টি রস নিঃসরণ হয়। যাতে শুটি মোল্ড ছত্রাকের অাক্রমণ ঘটে। এর ফলে পাতা কালো হয়ে যায়। রাতে এই কীটের অাক্রমণে প্রভাবিত পাতায় অালো পড়লে চকচক করে। এই পোকার তৈরি তুলোর মতো অাঠালো পদার্থটি অালোর খুব ভালো প্রতিফলন ঘটায়। ফলে পাতা সালোক-সংশ্লেষণ করতে পারে না। ফলে গাছটি ধীরে ধীরে শুকিয়ে মারা যায়।

ত্রিশাল উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে তারা জানান, এটা নিয়ে অাতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় রাসায়নিক কীটনাশক ব্যাবহার করলে কয়েকদিনের মধ্যেই এই কীটের অাক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করা যাবে। দুই/একদিনের মধ্যেই তাদের মাঠপর্যায়ের কর্মী ঐ এলাকা পরিদর্শনে যাবে।

এই সমস্যায় গাছগুলোর জন্য ৭দিন পরপর দুইবার রাসায়নিক কীটনাশক “নাইট্রো” ১০ লিটার পানিতে ১০মিলি মিশিয়ে এবং রিডোমিল গোল্ড সমপরিমাণ পানিতে ২০ গ্রাম মিশিয়ে একইভাবে দুইবার গাছ ও পাতা ভিজিয়ে দেয়ার পরামর্শ দেন উপজেলা কৃষি অফিস।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com