September 25, 2023, 4:12 am
বিকাশ চন্দ্র দাস,ডুমুরিয়া প্রতিনিধি:
পুর্ব পরিকল্পিত বিরোধের জের ধরে আজ ২২/০৭/২০২৩ তারিখ সকাল ৮.৪৫ ঘটিকার সময় খুলনা জেলার ডুমুরিয়া থানা অন্তর্গত ৭ নং শোভনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দাসপাড়ার প্রদীপ দাস একই গ্রামের মিঠুন দাসের নিকট টাকা চাইতে গেলে উক্ত স্থানে অজিত দাস (পিতা মৃত্যু অন্ন দাস) হঠাৎ করে প্রদীপ দাসকে বলে এই তুই মিঠুনের বাড়ীতে আসতে পারবি না। তখন প্রদীপ দাস বলে কেন আসতে পারবো না। সে আমাদের বাড়ী যায় আমিও আসি। প্রদীপ দাস বলেন হঠাৎ করে আমাকে আসতে নিষেধ করছো কেন? বলার সাথে সাথে অজিত দাস, তার ছোট ছেলে সুব্রত দাস,মেয়ে চম্পা দাস ও সম্পা দাস, প্রদীপ দাসকে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায় প্রদীপ দাস অজিত গং দের গালাগালি করতে নিষেধ করলে। হঠাৎ তারা ক্ষিপ্ত হয়ে প্রদীপ দাসের শরীরের বিভিন্ন স্থানে বাশের লাঠি,ক্রিকেট স্টাম্প, দা, কাঁচি, কোদাল নিয়ে মারপিট করে এমন সময় প্রদীপ দাসের ১০ম শ্রেনীতে পড়ুয়া ভাইপো সীমান্ত দাস (১৫) ঘটনা স্থলে এগিয়ে আসলে তাকেও গলা টিপে ধরে এবং তাদের বাড়ীর মধ্যে টেনে নিয়ে বেধড়ক মারধর করে। এমন সময় প্রদীপ দাসের পরিবারের লোকজনসহ পাড়ার অনেকে ঘটনা স্থলে এগিয়ে আসলে তারা উল্লেখিত দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জীবন নাশসহ বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি দিয়ে বাড়ীর ভিতর অবস্থান করে। প্রদীপ দাসকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং তার ভাই পো সীমান্ত দাসকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রদীপ দাস ও তার পরিবার সুত্রে জানা জানা যায়। অজিত দাস ও তার ছেলে সুব্রত দাস বলেছে আগামীতে বিএনপি নামক দলটি ক্ষমতায় আসীন হলে প্রদীপ দাস গং দের বাড়ী ঘর ভেংগে, জ্বালিয়ে পুড়িয়ে দিবে মর্মে হুমকি প্রদান করলে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।