September 23, 2023, 12:51 am
পুকুরে গ্যাসের ট্যাবলেট, মরলো লক্ষাধিক টাকার মাছ
ঝিনাইদাহ প্রতিনিধি
ঝিনাইদাহ জেলা কালিগঙ্জ উপজেলায় ৮ নং মালিয়াট ইউনিয়নের সাইট বাড়িয়া গ্রামে ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্যা কবিরুল ইসলাম (নান্নুর) পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে কে বা কারা এতে প্রায় লক্ষ্যধিক টাকার মাছ মারা গেছে বলে জানিয়েছেন মাছ চাষি। শনিবার (২৯আগস্ট২০২০ ) এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাইট বাড়িয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম (নান্নু) তার নিজের ৪ বিঘার পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার রাতে কে বা কারা পুকুরে গ্যাস ট্যাবলেট দেয়। এতে মাছগুলো মরে ভেসে ওঠে।
ইউপি সদস্য কবিরুল ইসলাম (নান্নু) জানান, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। দুর্বৃত্তরা তার অন্তত লক্ষ্যাধিক টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেবেন ।
তত্তিপুর ক্যাম্পের ইনচার্জ অফিসার এস আই নাঝিম জানান, এক মৎস্য চাষির ১ টি বড় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়েছেন। মামলা দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।