December 1, 2023, 11:05 pm
এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার এবং মুক্তিপণের নগদ টাকা, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম এ কথা জানান।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বুধবার রাতে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য কোবাদ আলী ব্যাপারী (৫৩) অপহরণের শিকার হয়। অপহরণকারীরা কোবাদ বেপারীর পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে তার পরিবার বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করে। এরপরও অপহরণকারীরা তাকে মুক্তি না দেয়ায় পরিবার আমিনপুর থানায় অভিযোগ করেন।
তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নাসহ একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোবাদ মেম্বারকে উদ্ধারে অভিযানে নামে। বিকাশ থেকে টাকা উত্তোলনের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ চর আশুতোষপুর বাজার এলাকার একটি মেহগনি বাগানে কোবাদ মেম্বরকে আটকে রাখা অবস্থায় অপহরণকারীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা শহরের সিংগা উত্তরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মামুন (২১) ও চর আশুতোষপুর এলাকার দেওয়ান আব্দুল্লাহর ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে মেয়েদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করে অপহরণের পর মুক্তিপণ আদায় করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং এই চক্রের আরো সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পাবনার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার, পাবনা অতিরিক্ত পুলিশ (অপরাধ) মাসুদ আলম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান প্রমুখ।