December 1, 2023, 11:55 pm
রশিদুল ইসলাম পাটগ্রাম (প্রতিনিধি)লালমনিরহাট:
লালমনিরহাটের
পাটগ্রাম পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) শহীদ আফজাল মিলনায়নে সকাল ১১ টায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কমকর্তা কামরুন নাহার। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রধান অতিথি, পুলিশ সুপার আবিদা সুলতানা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি- সার্কেল) তাপস সরকার, সহকারি কমিশনার (ভূমি) রুবেল রানা, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। মতবিনিময়সভায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নির্বাচনি আচরণ বিধিমালা মেনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগীতা কামনা করা হয়।